• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

লক্ষ্মীপুরে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়

  লক্ষ্মীপুর প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫২
মতবিনিময় সভা
লক্ষ্মীপুরে পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা (ছবি : দৈনিক অধিকার)

সড়ক দুর্ঘটনা, চাঁদাবাজি ও হয়রানি রোধে লক্ষ্মীপুরে পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ। রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মামুন আল আমিনের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা বাস মালিক সমিতির সভাপতি নুরনবী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) ইকবাল হোসেন, লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন, লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রমুখ।

এছাড়াও স্থানীয় পরিবহন শ্রমিক ও মালিকরা এ সভায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সম্প্রতি লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনার সংখ্যা মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। ধারণা করা হচ্ছে অধিকাংশ সড়ক দুর্ঘটনার কারণ হলো ট্রাফিক আইন অমান্য করা। তাই সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন সম্পূর্ণরূপে মেনে চলতে হবে। এছাড়াও পরিবহনে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে পরিবহন চালক ও মালিকসহ সর্বস্তরের জনগণকে সচেতন এবং সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড