• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে মাওলানা ভাসানী পাঠাগারের উদ্বোধন

  বরিশাল প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৬
শ্রদ্ধা নিবেদন
মাওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন (ছবি : দৈনিক অধিকার)

'জ্ঞানার্জনই সত্যানুসন্ধানের পাথেয়' এ বাণী নিয়ে বরিশালে মজলুম জননেতা মাওলানা ভাসানী পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ফ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরিশাল নগরের ফকিরবাড়ী রোডস্থ ভূঁইয়া ম্যানশন ভবনের ২য় তালায় এই পাঠাগার চালু করা হয়।

পাঠাগার উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেওয়ান আ. রশিদ নিলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ মহসিন, বরিশাল চেম্বার্স অব কমার্সের সহসভাপতি আখতার হোসেন, বরিশাল জেলা পরিবেশ বিদ অ্যাড. সুভাষ চন্দ্র বিদ্র বেদান্তী, নবীন আইনজীবী মারুফা তানজিন ও নবীন আহমেদ।

মাওলানা ভাসানী পাঠাগারের উদ্বোধন করেন বরিশাল শিশু-কিশোর সংগঠক ও শিক্ষাবিদ জীবন কৃষ্ণ দে। এ সময় জীবন কৃষ্ণ দে বেশ কিছু বই সৌজন্য উপহার হিসাবে পাঠাগারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এর আগে মজলুম জননেতা মাওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড