• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় মিডিয়া জোনের শিক্ষা উপকরণ বিতরণ

  কুষ্টিয়া প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৮
শিক্ষা উপকরণ বিতরণ
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে (ছবি- দৈনিক অধিকার)

ভালোবাসা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘মিডিয়া জোন’ নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়ার পুনাক ফুড পার্কে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, রোটারি ক্লাবের সেক্রেটারি আলিমুল হক সনজু, তাতীলীগের সদস্য সচিব হাজী হারুনার রশীদ, সাংবাদিক এস এম জামাল, ভয়েস অব কুষ্টিয়ার সম্পাদক খন্দকার শাহীন হোসেন জুয়েল, কম্পিউটার স্পেস ইন্সটিটিউটের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রনি, রোটারীয়ান রাসেল পারভেজ, সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে প্রিন্স মারিফ, রকি আহমেদ, হাসান মাহমুদ, ইমরান, ফরহাদ খান, শাহরিয়ার ইমরান, মোহাম্মদ আমানত, ডি কে ডি দিপু, রাশেদুল আজাদ রিয়েল, তৌকির আহমেদ, তরিকুল ইসলাম, মিনহাজুল মনির, সোহানুর রহমান সোহান সুমন সানজিদ প্রমুখ।

অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা (ছবি- দৈনিক অধিকার)

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘দরিদ্র, এতিম ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলেই আমাদের সমাজটা বদলে যাবে। একটা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি বলেন, আজকের এ বিশেষ দিনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ভালোবাসা বিলিয়ে দিয়ে এ সংগঠন যে মহত্ত দেখিয়েছে তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা করছি।

বাঘা যতীন এন্ড আকবর হোসেন স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে (ছবি- দৈনিক অধিকার)

এর আগে এ দিন সকাল থেকে জেলা শহরের কয়েকটি বিদ্যালয়ে দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে- পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাঘা যতীন এন্ড আকবর হোসেন স্কুল।

শিক্ষা উপকরণ বিতরণ করছেন সংগঠনের সদস্যরা (ছবি- দৈনিক অধিকার)

প্রসঙ্গত, কুষ্টিয়া শহর ও শহরতলীর কিছু যুবকের উদ্যোগে গড়ে ওঠে মিডিয়া জোন নামের সংগঠনটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড