নারায়ণগঞ্জ প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০১৯, ২১:২৫
নারায়ণগঞ্জের বন্ধর উপজেলার মাছ ব্যবসায়ী মোক্তার হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলার বন্ধরের গনপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মোক্তার হোসেনের স্ত্রী ও মেয়ে আজমেরী আকতার বলেন, হত্যাকারীদের সর্বোচ্চ সাজা (ফাঁসি) দিলে মোক্তারের আত্মা শান্তি পাবে। দৃষ্টান্তমূলক শাস্তি হলে আর কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।
উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ব্যবসায়ী মোক্তার হোসেন নিখোঁজ হওয়ার ৪ দিন পর রাস্তার পাশে প্লাষ্টিকের ড্রামে তার মৃত দেহ উদ্ধার করে পুলিশ। মোক্তারের পরিবার আরিফ মোল্লা দম্পতিকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আরিফ মোল্লা দম্পতিকে গ্রেফতার করে।
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০১৯
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড