• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জ এ সি বালিকা বিদ্যালয়ে বার্ষিক খেলাধুলা অনুষ্ঠিত

  সুনামগঞ্জ প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০১৯, ১৫:৫৬
খেলাধুলা
এ সি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইন্যাল খেলা উপলক্ষে আলোচনা সভা (ছবি : দৈনিক অধিকার)

সুনামগঞ্জ সরকারি এ সি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইন্যাল খেলা-২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী সরকারি এ সি বালিকা বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়েছে এবং খেলা চলবে বিকাল ৫টা পর্যন্ত। এতে যেমন খুশী তেমন সাজোঁ, বিস্কুট দৌড়, হাই জাম্প, লং জাম্প, লং রেইছ, হাড়িঁ ভাঙাসহ বিভিন্ন ধরনের খেলায় প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

সরকারি এ সি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাশহুদ চৌধুরীর সভাপতিত্বে প্রতিষ্ঠানের শিক্ষক মো. শওকত আলী আহমদ ও ইলি রানী চৈষ্ণার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক মো. আব্দুর রহিম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক মাহমুদুর রহমান, অসিত চন্দ্র বর্মণ প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ মাশহুদ চৌধুরী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা একজন ছাত্রছাত্রীর মনন ও মেধা বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই প্রতিটি ছাত্রছাত্রীকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি করে মনোনিবেশ করতে উপস্থিত অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড