• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওসির বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

  গাজীপুর প্রতিধি

১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:০৭
মানববন্ধন
মানববন্ধনে সাংবাদিকরা (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুরে শ্রীপুর উপজেলার সাংবাদিকদের নিয়ে কালিয়াকৈর থানার ওসি খান মো.আবুল কাশেমের কটুক্তির প্রতিবাদে তার বিচারের দাবিতে মাববন্ধন করেছে শ্রীপুরের সাংবাদিকরা। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে শ্রীপুরে কর্মরত সাংবাদিক সমাজের ব্যানারে পৌর শহরের মাওনা চৌরাস্তা উঁড়াল সেতুর নিচে মানববন্ধন করা হয়।

শ্রীপুর প্রেসক্লাবের সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে ও আরিফুল ইসলাম খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, আনন্দ টিভির আদনান মামুন ,আলোকিত সময়ের এসএম সোহেল রানা, ভোরের পাতার বায়েজিদ আকন্দ, দেশকালের রাতুল মন্ডল, বাংলা টিভির সৌরভ শিকদার, প্রমুখ।

এসময় বক্তরা বলেন, সাংবাদিকদের নিয়ে ওসি আবুল কাশেমের ন্যাক্কারজনক কটুক্তি সত্যিই পুরো সাংবাদিক সমাজকে হতাশ করেছে। তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে তার বক্তব্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাহার করে সাংবাদিক সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তাকে গাজীপুর জেলা পুলিশ থেকে প্রত্যাহার করে নিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড