• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেলকুচিতে বিনা মূল্যে চক্ষু সেবা প্রদান

  বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৯
সিরাজগঞ্জ
ছবি : নিজস্ব

সিরাজগঞ্জের বেলকুচিতে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে দিনব্যাপী চক্ষু ক্যাম্প সেবা প্রদান করা হয়।

বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র (ডরপ্) কর্তৃক আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পিকেএসএফ এর অর্থায়নে চক্ষু সেবা দেওয়া হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সমেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর ইসলাম, ডরপ্ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আবুল মুনসুর ফকির, উপজেলা স্বাস্থ্য সহকারী হাফিজুল ইসলাম, ইউ পি সদস্য আ. রশিদ ও সমাজ সেবক মজনু আকন্দ প্রমুখ ।

এ সময় ১৫৮ জন নারী পুরুষকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু সেবা প্রদান করা হয় এবং ১৮ জন রোগীকে চোখের ছানি অপারেশন করার জন্য নির্বাচন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড