• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষুদে মেসি সুফিয়ানই ঠাকুরগাঁওয়ের সেরা খেলোয়াড়

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০১৮, ২২:৫২
ক্ষুদে মেসি সুফিয়ান
ঠাকুরগাঁও জেলার ক্ষুদে মেসি সুফিয়ান; (ছবি : দৈনিক অধিকার)

উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে সমিরউদ্দিন কলেজ মাঠ কাপিয়েছিল ৫ম শ্রেণির ছাত্র সুফিয়ান। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় এবং নিজ বিদ্যালয়কে করেছেন চ্যাম্পিয়ন।

ফাইনালে ভাস্যকার বার বার মেসি মেসি বলছিল এই ক্ষুদ্রে খেলোয়াড়কে। কলেজটির মাঠে প্রায় কয়েক হাজার দর্শক ভিড় জমিয়েছিল ক্ষুদ্রে মেসির খেলা দেখতে। সেই ক্ষুদে মেসিও দেখিয়েছেন চমক। সুফিয়ান নিজ বিদ্যালয়কে চ্যাম্পিয়ন নিয়ে গেছে বিভাগীয় পর্যায়ে।

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পীরগঞ্জ উপজেলার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুতুবুল আলম, সদর উপজেলা আ.লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, জেলা ক্রীড়া পরিষদের সভাপতি মাসুদুর রহমান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুল হক, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা সামশুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদ হাসান প্রমুখ চ্যাম্পিয়ন ও রানার আপ বিদ্যালয়ের মাঝে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড