• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচন সমন্বয় কমিটির সদস্য পদ পেলেন শহিদুল ইসলাম

  অধিকার ডেস্ক    ১১ ডিসেম্বর ২০১৮, ১৬:৪০

ছবি
ছবি : শহিদুল ইসলাম সাইফ

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় কমিটির সদস্য পদ পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক গুণী ছাত্রনেতা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাইফ। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও পরিচ্ছন্ন করতে এই কমিটি কাজ করে যাবে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান গওহর রিজভী।

কমিটির সদস্য সচিব ডা. দীপু মণি বলেন, ‘নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় কমিটির সদস্যগণ নির্বাচনী প্রতীক বরাদ্দের পর মাঠ পর্যায়ে দলের অবস্থান, দলীয় প্রার্থীদের অবস্থা ও প্রচারণার কাজ করবে। ’

শহিদুল ইসলাম সাইফের জন্ম নরসিংদী জেলার শিবপুর থানার দক্ষিণ কারারচর গ্রামে। সদস্য নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘দেশ ও মানুষের সেবায় নিরন্তর কাজ করার প্রত্যয় নিয়ে আমি স্বার্থহীন কাজ করে যেতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই এ কারণে যে, তিনি তরুণদের কথা এবং কাজকে মূল্যায়ন করছেন। ’

তিনি আরো বলেন, ‘আমাকে নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় কমিটির সদস্য পদ দেয়াটা তারই উৎকৃষ্ট প্রমাণ। আমি বিশ্বাস করি, এই তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশকে সুন্দর করতে অগ্রণী ভূমিকা পালন করবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড