• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে মৌলভীবাজারে 'মানবতার দেয়াল'

  এমপিআই প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৩৪
উদ্বোধন
মানবতার দেয়াল উদ্বোধন করছেন অধ্যক্ষ ড. ফজলুল আলী (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজার সরকারি কলেজে মানবতার দেয়াল স্থাপন করেছেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাকের আহমদ অপু। তিনি বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

রবিবার (৯ ডিসেম্বর) দুপুরে কলেজ গেটের দেয়ালে এই মানবতার দেয়াল উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ সাইফুদ্দিন আহমদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রিশিকেশ ধর, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ দেব, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জিয়াউর রহমান। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় জাকের আহমদ অপু বলেন, মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মৌলভীবাজার সরকারি কলেজে মানবতার দেয়াল স্থাপনের উদ্যোগ নিয়েছি। দেয়ালে রাখা কাপড় অসহায় শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে সাহায্য করবে। তিনি সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসার অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড