• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে ভিডিও ও চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ

  ফেনী প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০১৮, ২২:১৫
কর্মশালা
ভিডিও ও চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ শেষে (ছবি : দৈনিক অধিকার)

ফেনীতে ৪ দিন ব্যাপী ভিডিও ও চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমীতে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জান্নাত আরা যুঁথির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম।

উপস্থিত ছিলেন মহিপাল সরকারী কলেজের অধ্যাপক আজিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুজ্জামান রাশেদ, নাট্য সংগঠক নাসির উদ্দিন সাইমুম, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রাশেদ মাজহার, সমর দেবনাথ, সংগঠক বাপ্পি পোদ্দার প্রমুখ।

কর্মশালায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ২০ জন ১২-২০ বছর বয়সী শিশু-কিশোর অংশগ্রহণ করেন।

জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবং ইউনিসেফ এর সহযোগীতায় এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রশিক্ষক এস এম কামাল, মো. মুরাদ হাসান, ফেনীর স্থানীয় অস্থায়ী প্রশিক্ষক নাসির পারভেজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড