• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশ নারী কল্যাণের শীতবস্ত্র বিতরণ

  শেরপুর প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৭
শীতবস্ত্র বিতরণ 
হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

‘আমরা আছি তোমাদের সাথে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মধুটিলা ইকোপার্কে আয়োজিত এক অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনাকের সভানেত্রী হাবিবা জাবেদ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুনাক নেত্রী জুবাইদা বিনতে জাফর, প্রণীতা সরকার, নাসিমা আমিন, ফারহানা কবির, তৌহিদা ইসলাম, কানিজ ফাতেমা, রূপা আহমেদ এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় প্রায় ৫শ হতদরিদ্র নারী-পুরুষ ও শিশুর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুনাক সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। তারই আওতায় প্রতি বছরের ন্যায় এবার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে শেরপুরের সীমান্তবর্তী শীতপ্রবণ পাহাড়ী এলাকাকে বেছে নেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি বিত্তবান সকলকে এ ধরনের সেবায় এগিয়ে আসা প্রয়োজন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড