• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেএসডব্লিউএডি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন

  অধিকার ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৩
কেএসডব্লিউএডি

কুড়িগ্রাম জেলার ৯ টি উপজেলা থেকে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন 'কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা ( কেএসডাব্লিউএডি)' এর বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৮ ফেব্রুয়ারি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল খেলার মাঠে।

উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ- কমিটি সদস্য, সাবেক ছাত্রনেতা ও কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা এর সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ন্যায়পাল এডভোকেট বিপ্লব হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার মন্ত্রণালয় এর ভূমি রেজিস্ট্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শাহজাহান আলী( পিএএ)। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেএসডাব্লিউএডি এর সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মো: আব্দুর রশিদ রাফি, সাবেক সভাপতি আব্দুল্লাহ সুবাইল, সহ প্রমুখ।

বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এ মোট ৯ টি উপজেলার ক্রিকেট দল অংশ গ্রহণ করে। এর মধ্যে চররাজিবপুর উপজেলার হয়ে খেলবে বীরপ্রতীক তারামন বিবি ক্রিকেট একাদশ, রৌমারী উপজেলার হয়ে খেলবে ভাষা সৈনিক রোস্তম আলী দেওয়ান ক্রিকেট একাদশ, চিলমারী উপজেলার হয়ে খেলবে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ক্রিকেট একাদশ,ভূরুঙ্গামারী উপজেলার হয়ে খেলবে মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী ক্রিকেট একাদশ, কুড়িগ্রাম সদর উপজেলার হয়ে খেলবে সৈয়দ শামসুল হক ক্রিকেট একাদশ, রাজারহাট উপজেলার হয়ে খেলবে শহিদ রাউফুন বসুনিয়া ক্রিকেট একাদশ, উলিপুর উপজেলার হয়ে খেলবে শহিদ আব্দুল বাতেন ক্রিকেট একাদশ, ফুলবাড়ী উপজেলার হয়ে খেলবে ফুল সাগর ফাইটার্স ক্রিকেট একাদশ এবং নাগেশ্বরী উপজেলার হয়ে খেলবে দুধকুমার এক্সপ্রেস ক্রিকেট একাদশ। টুর্নামেন্ট সফল করতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করে কেএসডাব্লিউএডি এর সভাপতি সিফাত ভূইয়া ও সঞ্চালনা করে কেএসডাব্লিউএডি এর সাধারণ সম্পাদক আবুল হাসনাত কানন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড