• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষা পণ্য নিয়ে খাতাপেন্সিল ডটকমের যাত্রা শুরু

  নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৪
শিক্ষা পণ্য নিয়ে খাতাপেন্সিল ডটকমের যাত্রা শুরু
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা (ছবি : অধিকার)

মানসম্পন্ন ও তুলনামূলক স্বল্প মূল্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিভিন্ন ধরণের শিক্ষা সহযোগী পণ্য নিয়ে কাজ করার লক্ষ্যে খাতা পেন্সিল ডট কম এর যাত্রা শুরু করেছে। এটি স্বপ্নবাজ কমিউনিকেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে যাত্রা শুরু করেছে।

রাজধানীর শ্যামলীর স্বপ্নবাজ কমিউনিকেশনের কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে খাতাপেন্সিল ডটকমের উদ্বোধন করা হয়।

এ সময়ে স্বপ্নবাজ কমিউনিকেশনের চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন, ম্যানেজিং ডিরেক্টর মো. সোহেল রানা, প্রজেক্ট কো অর্ডিনেটর মো. রফিকুল ইসলামসহ (রফিক) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন সেক্টরের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খাতাপেন্সিলের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশ ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে। আমাদের প্রচেষ্টা হচ্ছে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে যে বৈষম্য/পার্থক্য সেগুলোকে কমিয়ে আনা।

তিনি আরও বলেন, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মের ব্যবস্থার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে খাতাপেন্সিল ডটকম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড