মনিরুজ্জামান, নরসিংদী
বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে নরসিংদীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় "বাংলা ইশারা ভাষা প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভার্চুয়াল প্লাটফর্মের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. মাসুদুল হাসান তাপস'র সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর কর্মকর্তা নইমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো. আবু কাউছার সুমন। এ সময় আরও বক্তব্য রাখেন- পাপড়ি পরিচালক, আবু বাছেদ।
অনুষ্ঠানে আরও সংযুক্ত ছিলেন, নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার ও জেলা মুক ও বধির স্কুলের শিক্ষক মো. হাকিম প্রমুখ।
ওডি/এমএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড