• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পথশিশুদের নিয়ে বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের পিঠা উৎসব

  অধিকার ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২১, ১৯:১৮
বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের পিঠা উৎসব
বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের পিঠা উৎসব (ছবি : সংগৃহীত)

স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের (বিভিও) উদ্যোগে ছিন্নমূল পথশিশুদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বনশ্রীতে সংগঠনটি 'পথশিশুদের নিয়ে শীতের আনন্দ' ইভেন্টটির আয়োজন করে।

এসময় পথশিশুরা গল্প, নাচ, গান ও কবিতা উপস্থাপনা করে। প্রায় ১৮০ জন শিশু নেচে গেয়ে তাদের মনের উচ্ছ্বাস প্রকাশ করে।

শিশুদের জন্য আয়োজন করা হয় গ্রুপভিত্তিক বিভিন্ন খেলাধুলা। প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের দেওয়া হয় পুরস্কার। এছাড়াও প্রতিটি শিশুকে দেওয়া হয় কম্বল। পাশাপাশি পিঠা ছাড়াও সবাইকে দেওয়া হয় দুপুরের খাবার।

এসময় উপস্থিত ছিলেন বিভিও'র প্রেসিডেন্ট হামিম আহসান, ভাইস প্রসিডেন্ট সোহানুল ইসলাম শাওন, জেনারেল সেক্রেটারি সোলাইমান ইসলাম নিশাদ, পাবলিকেশন সেক্রেটারি তনিমা রশিদ, প্রজেক্ট ম্যানেজার ইসমত জাহান, উপদেষ্টা সুমাইয়া জান্নাত ও তৌহিদুল ইসলাম রিহাদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সালমান খান, মোহাম্মদ সোহান, আবু হানিফ সৌরভ, ইশতিয়াক ফারহান সিদ্দিক, সাইফুল ইসলাম সানি, রিফা তাসনিয়াসহ আরও অনেকে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড