• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’

  নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর ২০২১, ২০:৫১
উদ্বোধনী অনুষ্ঠান (ছবি : সংগৃহীত)

দেশের বাজারে এলো আরও একটি নতুন দৈনিক পত্রিকা, নাম ‘নয়া শতাব্দী’। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) থেকে সারাদেশে পাওয়া যাবে দৈনিকটি। এ ছাড়াও অনলাইনে ২৪ ঘণ্টায় পাওয়া যাবে সকল সংবাদের আপডেট।

পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

পাটমন্ত্রী বলেন, সাংবাদিকসমাজ জাতিকে সঠিক পথ দেখায়। আমরা নয়া শতাব্দীর কাছ থেকে সঠিক খবরগুলো পাবো, যাতে দেশ-জাতি উপকৃত হয়। সেই সাথে আপনাদের সংবাদের মাধ্যমে বাংলাদেশ যেন জেগে ওঠে সেটাই কামনা করছি।

নয়া শতাব্দীর সম্পাদক নাঈম সালেহীন বলেন, তরুণ প্রজন্মকে কাছে টানতে নয়া শতাব্দী দীর্ঘ গবেষণা, প্রচেষ্টা ও কারিগরি সহায়তায় দেশের প্রথম ডিজিটাল দৈনিক পত্রিকা নিয়ে এসেছে। কিউআর কোডের মাধ্যমে পত্রিকার পাশাপাশি অডিয়ো শুনতে ও ভিডিয়ো দেখতে পারবেন। একই সাথে আমরা একটা ডিজিটাল কর্ণার করেছি, যার প্রতিটি সেগমেন্ট স্ক্যান করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন।

প্রকাশক মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে দেশে যখন অনেক পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে এই সময়ে আমরা অনেক বড় সাহস দেখিয়েছি সংবাদপত্রকে ভালোবাসি বলেই। আমরা সত্যকে প্রকাশ করতে চাই, সেই সাথে সত্যকে ধারণ করতে চাই।

ওডি/এএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড