• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাহিদের দুটি কিডনিই নষ্ট, পাশে দাঁড়ালো বিভিও

  অধিকার ডেস্ক

০৮ নভেম্বর ২০২১, ১৫:৪৬
নাহিদের পাশে দাঁড়ালো বিভিও
নাহিদের পাশে দাঁড়ালো বিভিও (ছবি : সংগৃহীত)

দুটি কিডনি বিকল হওয়া নাহিদ হোসেনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন (বিভিও)। তার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য সংগঠনটির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, স্টামফোর্ড ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক পাশ করেন নাহিদ।গত বছরের এপ্রিলে নাহিদের দুটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়। দীর্ঘ দিন ডায়ালাইসিস নেওয়ার ফলে বর্তমানে তার শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে এবং হৃৎপিণ্ডে লিকুইড জমা হতে শুরু করেছে। ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনি ডিজিসেস এন্ড ইউরোলজি হাসপাতালে সপ্তাহে দুদিন ডায়লাইসিস করানো হয় তাকে।

এই অবস্থায় দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে তাকে বাঁচানো সম্ভব হবে না, এতে প্রায় ১৮-২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তার পরিবারের পক্ষে এ চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়।

তাই নাহিদের পরিবার এবং বাংলাদেশ ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে সমাজের সব সামর্থ্যবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

নিচের দেয়া নাম্বারগুলোতে নাহিদের জন্য সাহায্য পাঠাতে পারেন-

বিকাশঃ ০১৯৫৪৯৫৪৫৮২, ০১৯৪১১৯৮৫৯৭ রকেটঃ ০১৬৭৬০৩৩২৫৫৬ নগদঃ ০১৯৪১১৯৮৫৯৭

এছাড়া ডাচ বাংলা ব্যাংকের এই অ্যাকাউন্টেও সাহায্য পাঠাতে পারেন-

অ্যাকাউন্ট নাম্বার: ১০৮ ১৫১ ৪৯৮৮০ অ্যাকাউন্টের নাম: মো. নাহিদ হোসেন শাখা: শান্তিনগর, ঢাকা।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড