তন্ময় সাহা, রায়পুরা
নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন কমিশনের সভা শেষে এই তফসিল ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ তফসিল ঘোষণা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও রায়পুরা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মো. ফারুক মিয়া, রফিকুল ইসলাম।
আরও পড়ুন : নরসিংদীতে তিন সন্তানের জননীর আত্মহত্যা
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ জয়নুল আবেদীন, মোছলেহ উদ্দিন বাচ্চু, টিএইচ আজাদ কালাম, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ।
উল্লেখ্য, আগামী ১লা মার্চ মনোনয়ন পত্র বিতরণ শুরু এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ মার্চ।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড