নিজস্ব প্রতিবেদক
খুব বেশিদিন আগের কথা না, ২০১৯ সালের জানুয়ারির শেষ সপ্তাহ। এই সময়েই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত কনফারেন্সে বেস্ট স্টুডেন্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছিলেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের গ্রাজুয়েট রবিউন্নেসা কলি। এই কনফারেন্সে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী, কুমিল্লা, হাজী দানেশ এবং স্বাগতিক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা-প্রবন্ধও উপস্থাপিত হয়।
মেধাবী এই গ্রাজুয়েট এসএসসিতে জিপিএ ৫, এইচএসসিতে জিপিএ ৫, অনার্সে সিজিপিএ ৩.৯৮ আর মাস্টার্সে জিপিএ ৪ পয়েন্ট অর্জন করেন। পড়াশুনা, উন্নত সিজিপিএ তথা সফল ক্যারিয়ার-ই নয়, বিনয়ী-নম্রতা, মাধুর্যপূর্ণ আচরণসহ সবদিক থেকেই সেরা এবং সকলের অতিপ্রিয় ‘রবিউন্নেছা কলি’। কোনো হেল্প চাইলে কখনই না করেননি, বরং নিজের করে নিয়ে সবাইকে হেল্প করতেন তিনি। কিন্তু জীবন কখন কাকে কোথায় নিয়ে যায় তা বলা সত্যি কঠিন!
বর্তমানে কলির জীবনের অপার সম্ভাবনার দ্বারকে ঝাপসা করে দিয়েছে তার শারীরিক জটিলতা। বিয়ের মাত্র ৬ মাস পরেই সবার প্রিয় ‘কলি’ আক্রান্ত হয়েছেন দুরারোগ্য ব্যাধি কোলন ক্যান্সারে। উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ, যেন শীঘ্রই তাকে ভারতে নেওয়া হয়। ৮টি কেমোথেরাপি দিতে হবে। প্রতিটি কেমোথেরাপি ২ লাখ টাকা করে।
চিকিৎসকরা বলেছেন, কেমোথেরাপি আর সার্জারিসহ সব মিলিয়ে খরচ লাগবে ৪০ থেকে ৪৫ লাখ টাকা।
আরও পড়ুন : শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ
এতদিন পর্যন্ত চিকিৎসার খরচ নিজের পরিবার বহন করলেও এখন আর সে সম্বল নেই কলির পরিবারের। মেধাবী এই শিক্ষার্থীর পরিবারের বিশ্বাস সবার চেষ্টা ও সহযোগিতায় আবারও জ্ঞান-গবেষণায় ফিরে আসবেন রবিউন্নেসা কলি। প্রেরণার উৎস হয়ে কাজ করবেন নবীন-মেধাবী গবেষকদের জন্য।
মেধাবী শিক্ষার্থী কলিকে সাহায্য পাঠাবার ঠিকানা-
Bank account
Account Name: Robiunnesa koli
Account No: 20501240205348905
Bank: Islami Bank Bangladesh Limited
Branch: Anderkilla Branch, Chittagong
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড