• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সমুদ্র সৈকতের প্রাণ ফেরাতে বীচ প্লগিং রানের আয়োজন

  অধিকার ডেস্ক

০৫ নভেম্বর ২০২০, ১৭:১৯
কক্সবাজার
ছবি : সংগৃহীত

আনন্দ-উচ্ছ্বাসের কক্সবাজার সমুদ্র সৈকত। কিন্তু মানুষ চেতনে-অবচেতনে এ সৈকতকে আঘাত করে যাচ্ছে। পর্যটকদের পানির বোতল, ওয়ানটাইম প্লাস্টিকের গ্লাস, চানাচুরের প্যাকেট, কাগজের টুকরো, বস্তাভর্তি ময়লার স্তূপ, ককশিট অথবা ভাসমান জুতার আঘাতে যেন কেঁদে কেঁদে উঠে বিশ্বের সবচেয়ে বড় কক্সবাজার সমুদ্র সৈকত।

সমুদ্র সৈকতের ময়লা স্তূপ সরিয়ে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ফিরে আনতে এবং জীববৈচিত্র সংরক্ষণের জন্য সচেতনতা মূলক একটি বীচ প্লগিং রানের আয়োজন করতে যাচ্ছে সিক্সবি রানার্স-রেডি টু রান (CXB Runners-Ready To Run), ইয়ুথ নেক্সাস (Youth Nexus) এবং কক্সবাজার সাইকেলিস্ট (Cox's Bazar Cyclists) নামে তিনটি আলাদা সংগঠন।

৬ নভেম্বর, শুক্রবার সকাল ৬ টায় হোটেল সায়মনের সামনে এর বীচ থেকে বীচ প্লগিং রানের যাত্রা শুরু হবে।

করোনাকালীন সময়ের সকল সেইফটি নির্দেশনা অনুসরণ করেই আয়োজন করা হবে এই ইভেন্ট। সেই সাথে এই বীচ প্লগিং রানে অংশ নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করে নিলে আপনার জন্য থাকবে মাস্ক, হ্যান্ড গ্লোবস, প্লোগিং ব্যাগ, হ্যান্ড স্যানিটাইজার ও টিশার্টের ব্যবস্থা।

এই বিষয়ে বীচ প্লগিং রানের একজন উদ্যোক্তা শেখ পলাশ মাহমুদ বলেন, সুস্থ শরীরের জন্য দৌড়ের অবদান অনস্বীকার্য, এই দৌড়কে আমরা এখন যুক্ত করেছি প্রকৃতির স্বাস্থ্য রক্ষায়। বাসযোগ্য পৃথিবী ও পরিবেশ রক্ষায় আশাকরি আপনার সামান্য সময় ব্যয় করবেন সেই প্রত্যাশা করি।

আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড