• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিখোঁজ বাক প্রতিবন্ধী রবিউলের সন্ধানে পরিবার

  লালমনিরহাট প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫১
নিখোঁজ
নিখোঁজ বাক প্রতিবন্ধী ছেলে রবিউল ইসলাম (ছবি : দৈনিক অধিকার)

৪ মাস ধরে নিখোঁজ বাক প্রতিবন্ধী ছেলে রবিউল ইসলামকে (২৪) খুঁজছেন তার পরিবার।

গত মে মাসের ১০ তারিখে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ‘মামা-ভাগিনা ব্রিক ফিল্ড’ নামক একটি ইটভাটায় কাজ শেষে বাসায় ফেরার পথে কেওডালা বাজার থেকে নিখোঁজ হয় রবিউল।

নিখোঁজ রবিউল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তার গায়ের রঙ কালো, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা চেক শার্ট ও কালো প্যান্ট।

জানা গেছে, গত মার্চ মাসে ইটভাটায় কাজ করতে বাবা-মায়ের সাথে নারায়ণগঞ্জে আসেন রবিউল ইসলাম। সেখানে কাজ করা অবস্থায় গত মে মাসের ১০ তারিখে ওই এলাকার ‘মামা-ভাগিনা ব্রিক ফিল্ড’ নামের ওই ইটভাটায় কাজ শেষে বাসায় ফেরার পথে কেওডালা বাজার থেকে নিখোঁজ হয় সে। এরপর থেকে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও রবিউলের সন্ধান পাননি।

আরও পড়ুন : নিহত কর্মচারীর পরিবারের পাশে লালমনিরহাটের ডিসি

রবিউলের বাবা নজরুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, ‘আমার ছেলে বাক প্রতিবন্ধী। সে এখানে কারও সাথে তেমন মিশত না। ভাটায় যেত কাজ করত আবার কাজ শেষে বাসায় চলে আসত। গত ৪ মাস ধরে আমার ছেলে নিখোঁজ রয়েছে। কোথায় এবং কীভাবে রয়েছে জানি না। যদি কেউ আমার ছেলের সন্ধান পেয়ে থাকেন তাহলে আমার নাম্বারে (০১৭৩৭৫৭৮৯২৭) যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’

এ ব্যাপারে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন রবিউলের বাবা নজরুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড