• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সবুজের বার্তা নিয়ে রেললাইনের ধারে বৃক্ষরোপণ

  নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই ২০২০, ০০:৪৭
হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন
বৃক্ষরোপণ (ছবি : সংগৃহীত)

সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন (এইচবিএফ)’।

এরই ধারাবাহিকতায় বগুড়ার জেলার দুঁপচাচিয়া উপজেলার তালোড়া রেল স্টেশনের ধারে বৃক্ষরোপণ করেছে সংগঠনটি। এতে এতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি চারাগাছ দিয়ে সহযোগিতা করে বগুড়া কলোনিতে অবস্থিত ‘আলিফ ডিপার্টমেন্টাল স্টোর’।

বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন- এইচিবিফের প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ, সিইও আব্দুল্লাহ আল ফাত্তাহ্, সংগঠনের স্বেচ্ছাসেবক মাহমুদুল মোস্তফা, আব্দুল্লাহ্ আল মুকিত, ফারুক হোসেন, সুমনসহ ওই এলাকার একদল তরুণ।

আরও পড়ুন : কোরবানির পশুর যেসব বৈশিষ্ট্য থাকতে হবে

বৃক্ষরোপণের বিষয়ে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ বলেন, ‘প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষরাজি অনেক কম। এটির পরিমাণ বাড়াতে সরকারের পাশাপাশি সবাইকেই এগিয়ে আসতে হবে। এর পাশাপাশি দরকার জনসচেতনতা তৈরি করা যাতে সবাই বৃক্ষরোপণে উৎসাহিত হয়। আর এ উদ্যোগটিকে এগিয়ে নিতে আমরা ইতোমধ্যে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার ১৭টি স্থানে বৃক্ষরোপণ করেছি ও এই বর্ষা মৌসুমে পতীত জায়গায় সবাই যেন গাছ লাগায় সে বিষয়েও জনসচেতনতা তৈরি করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড