• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোরবানির পশুর যেসব বৈশিষ্ট্য থাকতে হবে

  শেকৃবি প্রতিনিধি

২৯ জুলাই ২০২০, ২১:৪৬

দরজায় কড়া নাড়ছে ইদ-উল-আযহা। আগামী ১ আগস্ট সারা দেশে উদযাপিত হবে ইদ-উল-আযহা। এ উপলক্ষে এরই মধ্যে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পুরোদমে শুরু হয়েছে বেচাকেনা।

তবে হাটে বিক্রির জন্য আসা এতো গরুর মধ্যে অনেকগুলোই রোগাক্রান্ত অথবা ক্ষতিকর রাসায়নিক ও ওষুধযুক্ত অবস্থায় থাকতে পারে। এসবের মধ্যে থেকে কোরবানির যোগ্য সুস্থ গরু চেনার উপায় কি? এ বিষয়ে জানতে ‘দৈনিক অধিকার’ এর সঙ্গে কথা বলেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের এনিমেল প্রডাকশন অ্যান্ড ম্যানেজম্যান্ট বিভাগের সহকারী অধ্যাপক ও প্রাণী বিশেষজ্ঞ মো. মহব্বত আলী।

কুরবানির পশু কিভাবে নির্বাচন করব?

১. কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে পশুটি প্রাপ্তবয়স্ক কি না। সাধারণত গবাদি পশুর (গরু, ছাগল ভেড়া কিংবা অন্য যে-কোন) দাঁত দেখে বয়স নির্ধারণ করা হয়। যদি নিচের পাটিতে দুটি স্থায়ী দাঁত থাকে তবে গরুর বয়স দুই বছর, স্থায়ী দাঁত সাধারণত একটু বড় এবং হলদে হয়। ছাগলের ক্ষেত্রে দাঁত দুইটি হলে বয়স ১২-১৫ মাস, চারটি দাঁত হলে দুই বছর। খামারিদের কাছে যদি গবাদিপশুর জন্মতারিখ ও সালের ডাটা থাকে তবে সহজেই বয়স নির্ধারণ করা যায়।

বাজরে সুস্থ গরু চেনার উপায় :

১. গরু খুব চঞ্চল হবে, কানগুলো খাড়া থাকবে, চোখ উজ্জ্বল হবে এবং লেজ নাড়াচাড়া করবে। ২. গরুকে ধরতে গেলে নড়াচড়া করবে, ধরতে দেবে না, সবসময় জাবর কাটবে, স্বাভাবিক ইউরিনেশন হবে। ৩. খোড়া রোগ আছে কিনা দেখতে হবে, তাপমাত্রা, সুস্থ পশুর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হবে, মুখ হালকা আদ্র থাকবে

অসুস্থ গরু চেনার উপায় :

১. গরু অল্পসময়ে মোটাতাজা করার জন্য অসাধু ব্যবসায়ীরা ইদের ২০-২৫ দিন আগে থেকে স্টেরয়েড জাতীয় ঔষধ খাওয়ানো শুরু করে। এক্ষেত্রে অতিরিক্ত ডোজ খাওয়ানোর কারণে গরুর শরীরের স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট হয়ে যায়। হৃৎপিন্ড, কিডনি, ফুসফুস এর কার্যক্রম বিনষ্ট হয়। এতে শরীরে পানি জমে শরীর ফুলে যায় ফলে সাধারণ লোকজন সহজে গরুর অসুস্থতা বুঝতে পারে না। এক্ষেত্রে অসুস্থ গরু চেনার উপায় হলো- গরু গম্ভীর হয়ে যায়, অস্বাভাবিক দ্রুত শ্বাসপ্রশ্বাস নেয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, বসে থাকে এবং সহজে উঠতে চায় না।

তিনি আর জানান, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২০ সালে কুরবানির পশুর চাহিদা ১ কোটি ১০ লক্ষ এবং দেশে বর্তমানে ১ কোটি ১৯ লক্ষ গবাদিপশু আছে। ফলে ভারত, মিয়ানমার থেকে গরু আনার প্রয়োজন নেই।

গরুর গোশত সংরক্ষণ পদ্ধতি : আত্মীয়স্বজন ও দরিদ্রদের মাঝে বিতরণের পর উদ্ধৃত গোশত দুইভাবে সংরক্ষণ করা যায়।

১. ফ্রিজে রেখে : পশুর গোশত কাটার পর সঙ্গে সিঙ্গে ফ্রিজে না রেখে গোশত থেকে রক্ত ও চর্বি পরিষ্কার করে পানি শুকিয়ে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে কোনো দুর্গন্ধ থাকলে তা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সাধারণত ফ্রিজে ৪-৫ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। অনেকসময় গ্রামাঞ্চলে দুই-তিন দিনের জন্য বিদ্যুৎ চলে যায়। সেক্ষেত্রে ফ্রিজ খোলা যাবে না।

২. শুকিয়ে : গরুর গোশত ৪-৫ দিন রোদে বা চুলায় শুকিয়ে এর সঙ্গে কিছু লবণ মিশিয়ে সংরক্ষণ করা যায়। বায়ুশূন্য কন্টেইনারে রেখে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। মাঝেমাঝে রোদে শুকাতে হবে এবং ব্যবহার করার পুর্বে কুসুম গরম পানিতে ঘণ্টাখানিক সময় ভিজিয়ে রাখতে হবে।

কোরবানী করার ক্ষেত্রে সতর্কতা : যত্রতত্র পশু জবাই না করে নির্দিষ্ট স্থানে জবাই করতে হবে, গোশত সংগ্রহ করার পর বর্জ্য পদার্থ ভালভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে।

চামড়া সংরক্ষণ : চামড়া ভালোভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়। কোরবানি পশুর চামড়া যদি সঠিক উপায়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা যায় তাহলে ১০০০ কোটি টাকা লাভ করা যাবে।

করোনার ভয়াবহ ঠেকাতে স্বাস্থ্য বিধি সম্পর্কে এই প্রাণী বিশেষজ্ঞ বলেন, ‘কোরবানি অনুষ্ঠান যেন করোনার উৎসবে পরিণত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। ওই সময় লোক সমাগম করা যাবে না। পশু কোরবানি সময় অবশ্য হ্যান্ড গ্লাভস ও মাস্ক পড়তে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড