• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাঁসিমুখের ঈদ উপহার পেল অর্ধশতাধিক অসচ্ছল পরিবার

  নিজস্ব প্রতিবেদক

২২ মে ২০২০, ২২:২৮
ঈদ উপহার
হাঁসিমুখের ঈদ উপহার (ছবি : সংগৃহীত)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন হাঁসিমুখের ঈদ উপহার পেল অর্ধশতাধিক অসচ্ছল পরিবার।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় আখাউড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দিন মজুর, গৃহকর্মী, চা বিক্রেতা ও কর্মহীন ৫০ জনকে বাছাই করে তাদের বাসায় ঈদ উপহার পৌঁছে দেন হাঁসিমুখ সংগঠনের সদস্যরা।

সংগঠন সূত্রে জানা যায়, প্রত্যেক পরিবারকে ঈদ উপহার হিসেবে ২ প্যাকেট সেমাই, ১টি নারিকেল, ১ কেজি চিনি, ১টি দুধ ও ১ প্যাকেট নুডলস বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি জাবেদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক আকাশ বাসফোর, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ পারভেজ, সহসাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ রুনা আক্তার, অন্যতম সদস্য জাবেদ হোসেন, নাঈম মিয়া, মো. আনিস, পারভেজ মিয়া প্রমুখ।

আরও পড়ুন : বগুড়ায় কর্মহীনদের পাশে বশেফমুবিপ্রবি শিক্ষার্থীর ‘বন্ধু পরিষদ’

এ বিষয়ে সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম তুহিন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আজকে আমাদের এই কার্যক্রম। মহামারি করোনার জন্য অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে না খেয়ে দিন যাপন করছেন। সামনে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদকে ঘিরে তাদের মুখে হাঁসি ফুটাতে আমাদের সংগঠনের এ ক্ষুদ্র প্রয়াস।’

এর আগে গত ৬ বছর ধরে প্রত্যেক ঈদে সমাজের সুবিধা বঞ্চিত, অবহেলিত দুস্থ দুই শতাধিক শিশুকে ঈদের নতুন জামা বিতরণ করে আসছে সংগঠনটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড