• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষকদের ধান কেটে দিচ্ছে তিতুমীর কলেজ ছাত্রলীগ

  জিটিসি প্রতিনিধি

২৫ এপ্রিল ২০২০, ১১:২১
ছাত্রলীগ
ধানক্ষেতে তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের কারণে চরম খাদ্য সঙ্কট তৈরি হওয়ার শঙ্কা দেখা দিলেও ইরি মৌসুমের ধান যদি সঠিকভাবে কৃষক ঘরে তুলতে পারে, তাহলে সেই সঙ্কট মোকাবেলা সহজ হবে।

করোনার জন্য শ্রমিক সংকট হওয়ায় তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মী গাজীপুর, নরসিংদী, যশোর, বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় অসহায় কৃষকদের বিঘা বিঘা জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় কৃষকের পাশে দাঁড়িয়েছে। তিতুমীর কলেজের ছাত্রলীগ নেতা তানিম খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি সব সময়। এক অসহায় কৃষককে দেখতে পেয়ে আমরা ছাত্রলীগ কর্মীরা ঝাঁপিয়ে পড়েছি ধানক্ষেতে।’

আরও পড়ুন : চতুর্থ দফায় বাড়ল বশেমুরবিপ্রবির ছুটি

মুঠোফোনে যোগাযোগে তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল জানান, করোনায় ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাস ছাত্রলীগের নেতাকর্মীরা এখন যার যার বাড়িতে অবস্থান করছেন। আমাকে ছবি পাঠিয়েছে এবং ফোনকলে খোঁজখবর জেনেছি অনেকেই মাঠে নেমে ধান কেটে সহযোগিতা করছেন কৃষকদের।

এর আগে তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা নিজ নিজ গ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করে অসহায় ও দরিদ্র মানুষদের পাশে গিয়ে দাড়ায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড