• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুবিধাবঞ্চিতদের মাঝে হ্যালো-পার্বতীপুরের মাস্ক বিতরণ

  নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ২০২০, ১২:০১
হ্যালো-পার্বতীপুর
বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধ ও মানুষকে সচেতন করার লক্ষ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেছে সামাজিক সংগঠন হ্যালো-পার্বতীপুর।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৪ টার সময় হ্যালো-পার্বতীপুরের সদস্যরা এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় পার্বতীপুর রেলওয়ে পার্ক, স্টেশন প্লাটফর্ম, শহীদ মিনার রোড, ঢাকা মোড়, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে ১০০০ পিস মাস্ক ও ডেটল সাবান বিতরণ করা হয়। এছাড়াও এলাকার বিভিন্ন স্থানে, যানবাহনে, মসজিদে জীবাণুনাশক স্প্রেও করা হয়।

সংগঠনের সদস্যরা বলেন, করোনা ভাইরাস ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ছে। এটি প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। শিশুদের ওপর এই ভাইরাসের প্রভাব বা এতে কতজন আক্রান্ত হতে পারে সে সম্পর্কে আমরা এখনো বেশি কিছু জানি না। কিন্তু নিবিড় পর্যবেক্ষণ ও প্রতিরোধ এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। সময় আমাদের সঙ্গে নেই। সবাই আল্লাহকে ডাকুন, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ।

আরও পড়ুন : দুস্থ মানুষের সহায়তায় চুয়েট শিক্ষার্থীদের তহবিল

উল্লেখ্য, করোনা ভাইরাস ইতোমধ্যে ১৮৯টি দেশে ছড়িয়েছে। এখনো পর্যন্ত ৩ লাখ ৯১ হাজারের মতো করোনায় আক্রান্তদের মধ্যে ১ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন ১৭ হাজার ১৩৬ জন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড