• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৌলভীবাজারে দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়

  মৌলভীবাজার প্রতিনিধি

০৭ মার্চ ২০২০, ১৯:৩০
রক্তের গ্রুপ
শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি চলছে (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন”।

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (৭ মার্চ) দিনব্যাপী শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

বাঁধন কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় ও বাধঁন মৌলভীবাজার সরকারি কলেজ পরিবারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

প্রসঙ্গত, মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে যাত্রা শুরু করে দেশের ৭২টি বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে তার কার্যক্রম সম্প্রসারণ করে। মুমূর্ষুদের প্রয়োজনীয় রক্ত সরবরাহের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি সামাজিক আন্দোলনে পরিণত করার দিকে অনেক দূর এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

আরও পড়ুন : ভোলা থিয়েটারের ‘পেজগী’ মঞ্চস্থ

“বাঁধন” স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সামাজিক, সম্পূর্ণ অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন। যার মূল লক্ষ হলো স্বেচ্ছায় রক্তদানে সক্ষম প্রতিটি নারী পুরুষকে রক্তদানে উৎসাহিত করা। কাজটিকে সামাজিক আন্দোলনে পরিণত করা।

ওডি/এএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড