• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবি নজরুল সরকারি কলেজ

ইসলামের ইতিহাস বিভাগের বার্ষিক বনভোজন সম্পন্ন

  কেএনজিসি প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৫
বনভোজন
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বার্ষিক বনভোজন (ছবি : দৈনিক অধিকার)

নানা আয়োজনের মধ্য দিয়ে কবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দিনটি উদযাপন করা হয়।

এ দিন সকালে কলেজ ক্যাম্পাস থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। বার্ষিক বনভোজনের অংশ হিসেবে ছিলো- বঙ্গবন্ধু সাফারি পার্কে ক্রীড়া প্রতিযোগিতা, দুপুরে মধ্যাহ্নভোজ, বিকালে আনন্দ আড্ডা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এছাড়া সন্ধ্যায় ফিরতি যাত্রার মধ্য দিয়ে শেষ হয় এবারের বার্ষিক বনভোজন।

দিনব্যাপী এ বনভোজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে পুরো পার্ক।

এ বনভোজনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আছমা বেগম, অধ্যাপক রুখসানা বানু, সহযোগী অধ্যাপক শামিম আরা, সহযোগী অধ্যাপক আফরোজ বেগম ও সহযোগী অধ্যাপক ইসমত আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : রাবি ছাত্রীকে নিপীড়নের ঘটনায় তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

উল্লেখ্য, কবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রতি বছরই বার্ষিক বনভোজনের আয়োজন করে থাকে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড