• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

গলায় মাছ ঝুলিয়ে ভোট চাইছেন প্রার্থী

  অধিকার ডেস্ক

২৫ জানুয়ারি ২০২০, ১৩:১৩
ভাইরাল ছবি
ভাইরাল হওয়া ছবি (ছবি : সংগৃহীত)

প্রচার-প্রচারণায় জমে উঠেছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। এতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোট ব্যাংক ভারী করতে অনেকেই ব্যতিক্রমী সব পন্থা বেছে নিয়েছেন। নির্বাচনি এ আমেজের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এক ব্যক্তির ছবি।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় মধ্যবয়স্ক এক ব্যক্তি গলায় বিশাল আকারের কাতল মাছ ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন। আর এ ছবিকে ঘিরে নেটিজেনরা অনেক হাস্যরসাত্মক মন্তব্য করছেন।

আরও পড়ুন : বগুড়ার রুবেলকে যুবলীগ থেকে বহিষ্কার

আসন্ন ঢাকা সিটি নির্বাচনকে ঘিরে এ ছবি ভাইরাল হলেও ছবিটি এ নির্বাচনেরই কোনো প্রার্থীর কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ছবিটি স্থানীয় পর্যায়ের কিংবা কোনো সংগঠনের নির্বাচনের সময় তোলা হতে পারে বলেও অনেকে মত দিয়েছেন। তবে নির্বাচনি প্রচারণায় এগিয়ে থাকার এমন অভিনব কৌশল এখন অনেকেরই নজর কেড়েছে।

কেউ কেউ মন্তব্য করছেন, ভাগ্যিস কাকার মার্কাটা হাতি হয় নাই, এই লোকরে যে ভোট দিবে তার থেকে অশিক্ষিত আর কেউ হতে পারে না।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড