• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানবতার সেবায় রমেক স্পন্দন

  রমেক প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২০, ১৯:২৬
জবি
শীতবস্ত্র বিতরণ ( ছবি : দৈনিক অধিকার)

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ‘স্পন্দন’।

শুক্রবার (২৪ জানুয়ারি) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার আসমতপুর গ্রামে ৫০ জন শীতার্ত মানুষকে তারা এ শীতবস্ত্র বিতরণ করে।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনহাজুল কাদির, সাধারণ সম্পাদক মো. আলমগির হোসেন, সহসভাপতি এ এস এম মারুফ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তাহমিদুর রহমান নিলয়, মহিবুল্লাহ, রিফাত আরা সুপ্তি, ইকরা, ইমু, নুসরাত প্রমুখ উপস্থিত ছিলেন।

আলমগির হোসেন বলেন, ‘মানুষের জন্য সাহায্যের হাত বাড়ানোর সময় তাদের থেকে যে ভালোবাসা পাই, এটাই আমাদের কাজ করার শক্তি যোগায়। আমরা রংপুর মেডিকেল কলেজের প্রায় ৮০ জন শিক্ষার্থী, নিজস্ব অর্থায়নে এসব করে থাকি। এছাড়া বাহিরে থেকেও অনেকেই আমাদের সঙ্গে এসব কাজে এগিয়ে আসেন।’

উল্লেখ্য, ‘স্পন্দন’ বন্যায় ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, এতিম পথ শিশুদের মাঝে খাবার, লেখাপড়ার সামগ্রী বিতরণ করে থাকে। এ সংগঠনটি রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন।

আরও পড়ুন : সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

‘মানবতার সেবায় আমরা বদ্ধপরিকর’ স্লোগানে গড়ে ওঠা সংগঠনটি এ বছর ৫ বছরে পদার্পণ করেছে।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড