• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় দিনব্যাপী পিঠা উৎসব

  বগুড়া প্রতিনিধি

১৭ জানুয়ারি ২০২০, ১৫:১১
পিঠা উৎসব
পিঠা উৎসবের উদ্বোধনকালে জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা (ছবি : দৈনিক অধিকার)

উৎসবমুখর পরিবেশে বগুড়ায় দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) জেলার ‘লিটন থিয়েটার’, ‘ভোর হলো’ ও ‘বাংলাদেশ গ্রাম থিয়েটারের’ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, ‘বগুড়া থিয়েটার’ ও ‘কলেজ থিয়েটারের’ সহযোগিতায় এতে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ দিন সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনের রোমেনা আফাজ মুক্তমে গ্রামীণ ঐতিহ্য ‘আইলা’ (তুষের আগুনে তৈরি এক প্রকার মশাল) জ্বালিয়ে বগুড়ার ১৮তম পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক সাইদ সিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন : লোহাগড়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

দিনব্যাপী এই উৎসবে ঐতিহ্যবাহী ‘আকবরিয়া গ্রান্ড হোটেল’, বগুড়া সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টলে বিভিন্ন প্রকারের শীতের পিঠা স্থান পায়। পরে বিকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রেসক্লাব সভাপতি মোজাম্মেল হক।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড