• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে শীতের পিঠা তৈরির উন্নত চুলা বিতরণ

  বাগেরহাট প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২০, ১৯:৪২
উন্নত চুলা
ভ্রাম্যমাণ ও স্থায়ী শীতের পিঠা বিক্রেতাদের মধ্যে এসব উন্নত চুলা বিতরণ করা হয় (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটের ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে ভ্রাম্যমাণ ও স্থায়ী শীতের পিঠা বিক্রেতাদের মধ্যে উন্নত চুলা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে হযরত খানজাহান (র.) মাজার মোড় এলাকায় ২০ জন পিঠা বিক্রেতার মধ্যে এসব চুলা বিতরণ করা হয়।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু ব্যক্তিগত অর্থে এসব উন্নত চুলা বিতরণ করেন।

এ ব্যাপারে ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘পরিবেশ রক্ষার্থে আমরা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছি। সাধারণ চুলার ধোয়ায় পরিবেশ দূষিত হয়। দূষণমুক্ত পরিবেশ তৈরির মাধ্যমে বিভিন্ন পিঠাপুলি সহজলভ্য হবে। পাশাপাশি শীতের পিঠার ঐতিহ্য ধরে রাখার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন : তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রামের জনপদ

এ সময় সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ও বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মণ্ডল, ষাট গম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবতী বালা, খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ ফকির, ষাট গম্বুজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল শেখ, আওয়ামী লীগ নেতা শাহীন শেখসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড