• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশর’ ভর্তি কার্যক্রম শুরু

  নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর ২০১৯, ১২:০৯
ছবি
ছবি : ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশের শিক্ষার্থীরা

সংগীতের প্রতি মানুষের আকর্ষণ বেশ পুরনো। সুখ কিংবা কষ্টের অনুভূতি মেশানো থাকে এক একটি গানে। আর সেসব গানের সুর ছুঁয়ে যায় মর্ম। সুরের কথা বলতে গেলেই চলে আসে বাদ্যযন্ত্রের কথা। যারা গানের পাশাপাশি বাদ্যযন্ত্রের প্রেমেও পড়েন তারা কেউ কেউ হয়তো শিখে নিতে চান প্রিয় বাদ্যের ব্যবহার বা বাজানোর উপায়।

হারমোনিয়াম, গিটার, তবলা কিংবা বাঁশি শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে আমাদের দেশে। তবে এই তালিকায় কিছুটা কোণঠাসা হয়ে রয়েছে হৃদয়ে করুণ সুর তোলা বাদ্যযন্ত্র ‘ভায়োলিন’। দেশের বাইরে এটি শেখানোর অনেক প্রতিষ্ঠান থাকলেও আমাদের দেশে নেই বললেই চলে। ভায়োলিনের প্রেমে যারা মুগ্ধ তাদের জন্যই এবার সুবার্তা নিয়ে আসছে ‘ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশ।’

‘ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশ’ হচ্ছে হাতেকলমে ভায়োলিন শেখানোর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি যার হাত ধরে এগিয়ে যাচ্ছে তিনি হলেন শ্যামল চক্রবর্ত্তী।

ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশ সম্পর্কে শ্যামল চক্রবর্ত্তী দৈনিক অধিকারকে বলেন, ‘হারমোনিয়াম, গিটার, তবলা কিংবা বাঁশি নিয়ে অনেক প্রতিষ্ঠান থাকলেও এদেশে ভায়োলিন শেখানোর কোনো প্রতিষ্ঠান দেখিনি। আমি যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যন্ত্রসংগীত বিভাগ থেকে বেহালায় ওপরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি তখন থেকে ইচ্ছা ছিল কিছু একটা করার।’

ছবি

ছবি : শিক্ষক শ্যামল চক্রবর্ত্তীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা

তিনি আরো বলেন, ‘ভারত থেকে তালিম নিয়ে দেশে আসার পরে দেশের যন্ত্র সংগীত অবস্থান দেখে ২০১৯ -এ যন্ত্র সংগীতের প্রসারের লক্ষ্যে একক হাতে ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশ নামে বেহালা একাডেমির যাত্রা শুরু করি। বেহালা নিয়ে আমাদের দেশের মানুষদের মধ্যে খুব সাড়া পাব বলে প্রথম দিকে মনে হয়নি। কিন্তু কিছু দিনের মধ্যেই বুঝতে পারলাম আমার ধারণাটি ভুল ছিল। প্রথম ধানমন্ডিতে একটি শাখা খুললেও এখন রাজধানীর বিভিন্ন স্থানে সাতটি শাখা আছে। বর্তমানে মিরপুর, ধানমন্ডি, উত্তরা, গুলশান, এলিফ্যান্ট রোড, মালিবাগ ও ওয়ারীতে শিক্ষার্থীদের তালিম দেওয়া হচ্ছে।’

একাডেমির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি দৈনিক অধিকারকে বলেন, ‘এই একাডেমির মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে বাংলাদেশের যন্ত্র সংগীত প্রসারের লক্ষ্যে (বেহালা) কাজ করে উপযুক্ত তালিমের মাধ্যমে যোগ্য ও মননশীল শিক্ষার্থী তৈরি করা এবং দেশের যন্ত্রসংগীতে বিশেষ অবদান রাখ চাই।’

ছবি..

ছবি : ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অফ বাংলাদেশের ক্ষুদে শিক্ষার্থীরা

বর্তমানে ‘ক্রিয়েটিভ ভায়োলিন একাডেমি অব বাংলাদেশের’ মিরপুর, ধানমন্ডি, উত্তরা, গুলশান, এলিফ্যান্ট রোড, মালিবাগ ও ওয়ারীসহ প্রতিটি শাখায় ২০২০-২০২১ সেশনে প্রাইমারি লেভেলে ভর্তি শুরু হয়েছে। যেখানে ভর্তি ফি রাখা হয়েছে মাত্র ৩ হাজার টাকা এবং প্রতি মাসে টিউশন ফি রাখা হয়েছে ভায়োলিনে ১ হাজার ৫০০ এবং গিটারে ১ হাজার টাকা। বিস্তারিত জানতে সরাসারি যোগাযোগ - ০১৫১৫৬৬৮৬৯৬।

এসএন/ ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড