• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরগুনায় ব্লু গোল্ড ডিএই কৃষি মেলার উদ্বোধন

  বরগুনা প্রতিনিধি

০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৪
ব্লু গোল্ড ডিএই কৃষি প্রযুক্তি
ব্লু গোল্ড ডিএই কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা ইউনুচ আলী খান ডিগ্রী কলেজ মাঠে তিন দিন ব্যাপী ব্লু গোল্ড ডিএই কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদ।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় ট্রান্সফার অব টেকনোলজি ফর এগ্রিকালচার প্রোডাকশন আন্ডার ব্লু গোল্ড প্রোগ্রাম (ডিএই কম্পোনেন্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমতলী বরগুনা এ মেলার আয়োজন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নেদারল্যান্ডস্থ দূতাবাস ঢাকা ফাস্ট সেক্রেটারি মি. ফলকার্ট দা জ্যাগার, ব্লু গোল্ডের প্রকল্প সমম্বয়কারী পরিচালক প্রকৌশলী মো. আমিরুল হোসেন, ব্লু গোল্ড প্রোগ্রামের টিম লিডার মি. গাই জোন্স।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক টিটিএপি-বিজিপি (ডিএই কম্পোনেন্ট) কৃষিবিদ মো. হুমায়ুন কবীর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল ইসলাম, ইউনুচ আলী খান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সোহরাব মুন্সী ও উপজেলা কৃষি অফিসার সি এম রেজাউল করিম।

প্রধান অতিথি ড. মো. আবদুল মুঈদ তার বক্তব্যে বলেন, দক্ষিণাঞ্চলে লেবার সংকটের কারণে বর্তমান সরকার কৃষি সরঞ্জামাদির ওপর ভর্তুকি দিচ্ছে।

তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনার মাধ্যমে বেড়ীবাঁধের ভেতরে বেশি বেশি ফসল উৎপাদন করতে হবে ও বরগুনা জেলায় সূর্যমুখী তৈল বীজের ফলন ভালো হয়। সে কারণে আরও বেশি সূর্যমুখী চাষে কৃষকদের সম্পৃক্ত করতে হবে। পেঁয়াজ মূলত শীতকালীন সবজি আমরা এখন গ্রীষ্মকালেও এ পেঁয়াজ উৎপাদনের জন্য কৃষকদের মধ্যে বীজ সরবরাহ করবো।

মেলায় বিভিন্ন বীজ, ওষুধ কোম্পানি ও কৃষি প্রযুক্তি সম্পর্কিত ব্লু গোল্ডের ২০টি স্টল প্রদর্শন করা হয়েছে। প্রধান অতিথিসহ সকল অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড