• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নীলফামারীতে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

  নীলফামারী প্রতিনিধি

০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:১২
উদ্বোধন
তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্যরা (ছবি : দৈনিক অধিকার)

‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

সহকারী শিক্ষক হারুন-অর-রশিদ এই উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং ডোমার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মনোয়ার হোসেনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ডোমার উপজেলার অ্যাকাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলাম, ডোমার মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকৃত ১২টি বিদ্যালয়ের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য, ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, শনিবার থেকে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড