• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বাংলা ভাষা শিক্ষক পর্ষদ’—এর সভাপতি ড. রতন সিদ্দিকী ও মহাসচিব ফারজানা পারভীন

  নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০১৯, ১৬:১৭
ছবি
বাম থেকে মহাসচিব ফারজানা পারভীন ও সভাপতি ড. রতন সিদ্দিকী

‘বাংলা ভাষা শিক্ষক পর্ষদ’—এর নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী। মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ফারজানা পারভীন।

দুইজনকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। গত ৪ অক্টোবর কমিটির বার্ষিক সাধারণ সভায় আগামী দুবছরের জন্য নতুন কমিটি অনুমোদন হয়। অনুষ্ঠানে পর্ষদের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আয়েশা বেগম আনুষ্ঠানিকভাবে তার কমিটির বিলুপ্তি ঘোষণা করেন। অতঃপর উপস্থিত সদস্যদের সম্মুখে নতুন কমিটির প্রধান পদগুলো ঘোষণা করেন অধ্যাপক জিয়াউল হাসান। সংগঠনের নতুন সভাপতি হিসেবে অধ্যাপক ড. রতন সিদ্দিকীর নাম ঘোষণা করা হয়।

সহসাই একটি অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে দুবছরের জন্য গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষকদের সমন্বয়ে ১৪১৫ বঙ্গাব্দে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। সে অনুযায়ী গতবছর সংগঠনটির দশকপূর্তি অনুষ্ঠান পালিত হয়। এটি বাংলা ভাষার স্বার্থসংশ্লিষ্ট একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক পর্ষদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড