• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  বাগেরহাট প্রতিনিধি

১২ নভেম্বর ২০১৯, ১৬:৩৬
বাগেরহাট
কর্মশালায় অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটে দুই দিনব্যাপী সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রাকটিক্যাল অ্যাকশন ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, মর্যাদাপূর্ণ জীবন প্রকল্পের উদ্যোগে এবং কর্মজীবী নারীর বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার ও মঙ্গলবার (১১ ও ১২ নভেম্বর) বাগেরহাট পৌরসভার হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট পৌরসভায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও শহরব্যাপী ওয়াশ সেবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

কর্মশালায় পৌর এলাকার বর্জ্য থেকে কীভাবে সার, বিশুদ্ধ পানি উৎপাদন করা সম্ভব সে বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি পৌর এলাকার বর্জ্যকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে বিভিন্ন সম্পদ রূপান্তরিত করা যায় সে বিষয়ে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে প্রশিক্ষণ অংশ নেওয়া পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তাবৃন্দ তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন প্রাকটিক্যাল অ্যাকশনের সিনিয়র অফিসার ধিমান হালদার।

এ সময় অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর শাহনেয়াজ মোল্লা দোলন, ফারুক তালুকদার, সরদার নাসির উদ্দিন, শেখ মাসুম, তানিয়া খাতুন, পৌর কর্মকর্তা রফিকুল ইসলাম মিঠু, জমশেদ আলীসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীসহ মোট ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে পৌর কাউন্সিলর ও কর্মকর্তাদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

ওডি/এমবি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড