• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

  নরসিংদী প্রতিনিধি

০৯ নভেম্বর ২০১৯, ২১:৩৬
অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
নরসিংদীর ঘোড়াশালে অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত (ছবি : দৈনিক অধিকার)

‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুযোর্গ মোকাবিলায় সর্বোত্তম উপায়’ এই স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে নরসিংদীর ঘোড়াশালে অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে পলাশ ফায়ার স্টেশনের আয়োজনে প্রাণ ঘোড়াশাল কারখানার সহায়তায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস।

এ সময় বক্তব্য রাখেন, পলাশের সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, ফায়ার স্টেশনের নরসিংদীর উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম, প্রাণ কোম্পানির ঘোড়াশালের মহাব্যবস্থাপক দীপক কুমার দে, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোস্তাক চৌধুরী ও পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাদিকুল বারী।

অনুষ্ঠানের শুরুতেই পলাশ ও নরসিংদী ফায়ার স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে অগ্নিনির্বাপণ মহড়া ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড