• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে গার্মেন্টসকর্মীদের সংবাদ সম্মেলন

  চট্টগ্রাম প্রতিনিধি

৩০ অক্টোবর ২০১৯, ১৯:৩৫
সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন করেছেন গার্মেন্টস শ্রমিকরা (ছবি : দৈনিক অধিকার)

অভিনব প্রতারণার ফাঁদ পেতে নিরীহ দুই হাজার গার্মেন্টস কর্মীর কাছ থেকে প্রায় ২ কোটি টাকা নিয়ে পলাতক দারিদ্র্য বিমোচন ঋণদান সমবায় সমিতির (দামোস) চেয়ারম্যান মনছুর। এ ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস শ্রমিকরা।

বুধবার ( ৩০ অক্টোবর) চট্টগ্রামের স্টিল মিল বাজারস্থ হোটেল এলাচিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আটককৃত দামোসের চেয়ারম্যান মনছুরের সর্বোচ্চ শাস্তি, গার্মেন্টসে চাকরিরত দুই হাজার নারী পুরুষের প্রায় ২ কোটি টাকা ফেরতসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে সবার পক্ষ হয়ে পারভিন নামের একজন ভুক্তভোগী বলেন, দু-মাসে ৩ প্রতারক গ্রেফতার হলেও পরবর্তীতে কৌশলে ও তদবিরে জেল থেকে বের হয়ে যায় দুইজন। পরে মনছুরকে গ্রেফতার করা হয়। নেত্রকোণা কারাগারে থাকা মনসুর এখন টাকা খরচ করে নানা কৌশলে জেল থেকে বের হওয়ার পাঁয়তারা করছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের কষ্টার্জিত অর্থ লোপাট করে যে অপরাধ মনছুরসহ তার সহযোগীরা করেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গার্মেন্টস শ্রমিকরা এভাবে নিঃস্ব হতে থাকবে বলে ভুক্তভোগীদের দাবি। তারা মনছুরের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিজেদের টাকা ফেরত পেতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড