• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পান্ডিয়া ঝড়ে হারল বেঙ্গালুরু

  ক্রীড়া ডেস্ক

১৬ এপ্রিল ২০১৯, ০০:২৬
হার্দিক পান্ডিয়া
মাঠেই ব্যাট উঁচিয়ে জয় ভাগাভাগি করে নিচ্ছেন হার্দিক পান্ডিয়া (ছবি- সংগৃহীত)

ম্যাচের ১৯তম ওভারের শুরুতে ১০ বলে ১৬ ছিল হার্দিক পান্ডিয়ার স্কোর। দলের সংগ্রহ তখন ৫ উইকেটে ১৫০। ১২ বলে প্রয়োজন ২২। লক্ষ্যটা কম ছিল না মুম্বাইয়ের জন্য। এমন পরিস্থিতিতে কে জানত দলের পালে ঝড় তুলবেন পান্ডিয়া। ওই ওভারের ছয় বল শেষে পান্ডিয়ার রানের খাতায় ১৬ বলে ৩৭ রান। এমন ব্যাটিং তাণ্ডবে ম্যাচের এক ওভার বাকি থাকতেই বেঙ্গালুরুর বিপক্ষে ৫ উকেটের জয় পায় মুম্বাই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ৩১তম ম্যাচে আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস হেরে ব্যাটিংয়ে নেমে ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবে মুম্বাইকে ১৭২ রানের লক্ষ্য দেয় বেঙ্গালুরু। ডি ভিলিয়ার্সের ৭৫ ও মঈন আলীর ৫০ রানে ভর করে বড় স্কোর গড়ে কোহলির দল।

ম্যাচের শুরুতে কোহলিকে হারিয়ে চাপে পড়ে বেঙ্গালুরু। পরে পার্থিব পাটেলকে সঙ্গে নিয়ে জুটি গড়েন ভিলিয়ার্স। দলীয় ৪৯ রানে পাটেল প্যাভিলিয়নে ফিরে যান। এরপর মঈন আলীকে নিয়ে ৯৪ রানের জুটি গড়েন এবি। ব্যক্তিগত ৩২ বলে ৫০ রানে বিদায় হন মঈন আলী। এ বিদায়ের পর আর কোনো ব্যাটসম্যান মাঠে দাঁড়াতে পারেনি।

অপরদিকে মুম্বাইয়ের হয়ে ৪ উইকেট পেয়েছেন মালিঙ্গা ও ২টি হার্দিক পান্ডিয়া। বাকিটি নেন জেসন বেহরেনডর্ফ।

সংক্ষিপ্ত স্কোর : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৭১/৭ (২০ ওভার)

মুম্বাই ইন্ডিয়ান্স : ১৭২/৫ (১৯ ওভার)

ফলাফল : ৫ উইকেটে জয়ী মুম্বাই।

ম্যাচ সেরা : মালিঙ্গা।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড