• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেষ ওভারের নাটকীয়তায় জয় পেল পাঞ্জাব

  অধিকার ডেস্ক    ০৯ এপ্রিল ২০১৯, ০০:২০

দাপুটে ব্যাটিং পাঞ্জাব
দাপুটে ব্যাটিংয়ে হাদরাবাদের বিপক্ষে জয় পায় পাঞ্জাব (ছবি- সংগৃহীত)

শেষ ওভারের নাটকীয়তায় সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। লোকেশ রাহুলের করা ৫১ বলে ৭১ রানের ইনিংসে ভর করে ম্যাচের এক বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। হায়দরাবাদের ওয়ান ম্যান আর্মি ওয়ার্নারের অপরাজিত ইনিংস ছাপিয়ে যায় রাহুলের ম্যাচ জয়ী ৭১ রান।

ওয়ার্নারদের দেওয়া ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিস গেইল ও ডেভিড মিলাররা দুই অঙ্কের ঘরও ছুতে পাড়েননি। গেইল ১৪ বলে ১৬ আর মিলার ৩ বলে ১ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তবে ম্যাচের নাটাইটা শক্ত করে ধরেছিলেন লোকেশ রাহুল যেখানে তার সঙ্গদেন মায়াংক আগারওয়াল। ৪৩ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

জয়ের পথে হঠাৎ ছন্দ পতনে শেষ ওভারে ৪ উকেট হারিয়ে ১১ রানের চ্যালেঞ্জ দাঁড়ায় প্রীতির পাঞ্জাবের সামনে। আফগান স্পিনার মোহাম্মদ নবীতেই ভরসা রেখেছিল অরেঞ্জ আর্মির দলপতি। প্রথম তিন বলে পাঞ্জাবের খাতায় ৫ রান এলে শুরু হয় শেষ ওভারের নাটকীয়তা। তবে চতুর্থ বলে বাউন্ডারি হাকিয়ে ওয়ার্নারদের স্বপ্ন মলিন করে দেন লোকেশ। আর বাকিটা ইতিহাস...।

এর আগে আইপিএলের এবারের আসরে ২২তম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। মাঠে নেমেই উইকেট বিসর্জনের মিছিলে শুরুতেই ধাক্কা খায় টাইগার সাকিবের দল। এ দিন উইকেট পতনের স্রোতের বিপরীতে দাঁড়ানোর চেষ্টা ছিল মোহাম্মদ নবীর। তবে ৭ বলে ১২ রান করে তিনিও ফেরেন প্যাভিলিয়নের পথে। তখনও একপাশ আগলে রেখেছিলেন ওয়ার্নার, নবীর বিদায়ের পরই খোলস ছেড়ে বের হন তিনি।

মনিশ পান্ডেকে নিয়ে চতুর্থ উইকেটে ৩৪ বলে ৫৫ রান যোগ করেন। যদিও ১৫ বলে ১৯ করে ইনিংসের শেষ ওভারের আউট হন মনিশ পান্ডে। অপরদিকে ৬২ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭০ রানে ওয়ান ম্যান আর্মি হয়েই মাঠে অপরাজিত থাকেন ওয়ার্নার। ৪ উইকেটে ১৫০ রানের থামে হায়দরাবাদের রানের রথ।

সংক্ষিপ্ত স্কোর :

সানরাইজার্স হায়দরাবাদ : ১৫০ /৪ (২০ ওভার) টার্গেট : ১৫১ কিংস ইলেভেন পাঞ্জাব : ১৫১/৪ (১৯.৫ ওভার) ফলাফল : ৬ উইকেটে জয়ী পাঞ্জাব ম্যাচ সেরা : লোকেশ রাহুল

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড