• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৭৭ ফিলিস্তিনি আহত

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর ২০১৯, ১৫:০৯
গাজায় ইসরায়েলি আগ্রাসন
গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনি নাগরিক। (ছবিসূত্র : প্রেস টিভি)

স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের সাপ্তাহিক বিক্ষোভে আচমকা গুলি চালিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৭৭ ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে কমপক্ষে ৩১ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যম ‘দ্য সৌদি গেজেট’ জানায়, গত শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে জুমার নামাজ শেষে উপত্যকাটির পূর্বাঞ্চলে বিক্ষোভে নামেন শতাধিক ফিলিস্তিনি। মূলত তখনই আচমকা ইসরায়েলি সেনারা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কেদরা এক বিবৃতিতে বলেছেন, ‘হামলায় আহতদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। হতাহত সকলকেই গাজার বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

ফিলিস্তিন কর্তৃপক্ষের মতে, মাতৃভূমিতে ফিরে যাওয়ার দাবিতে প্রায় এক বছরেরও বেশি সময় যাবত টানা ৮০ সপ্তাহের মতো বিক্ষোভ মিছিলের আয়োজন করে আসছে ফিলিস্তিনিরা। যার অংশ হিসেবে গত শুক্রবার ইসরায়েলি সেনারা গাজা সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে।

বিশ্লেষকদের মতে, গত বছরের ৩০ মার্চ থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা ইসরাইল বিরোধী বিক্ষোভ করে আসছে। তারা মূলত ইহুদিবাদী রাষ্ট্রটির দখলে থাকা নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার পাশাপাশি গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

জাতিসংঘের মতে, ইহুদি দখলদারিত্বের বিরুদ্ধে গত প্রায় দেড় বছরের বেশি সময় যাবত চলা এই বিক্ষোভে ইসরায়েলি সেনাদের আগ্রাসনে অন্তত ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাছাড়া আহত হন আরও কমপক্ষে ৩১ হাজারেরও অধিক বেসামরিক।

আরও পড়ুন :- সৌদিতে মার্কিন সুপারসনিক বোম্বার অবতরণের ভিডিও ভাইরাল

তাছাড়া আহতদের মধ্যে প্রায় ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনির কোনো না কোনো অঙ্গহানি হয়েছে; যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যারা বর্তমানে এক মানবেতর জীবন যাপন করছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড