• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৫৭

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ২০:৩৬
ইরাক
ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে সাধারণ নাগরিকদের ওপর হামলা চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা (ছবি : রয়টার্স)

ইরাকের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ১৪৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বিক্ষোভ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার (২৩ অক্টোবর) এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘রয়টার্স’। অপরদিকে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য।

তদন্ত কমিঠির প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভে নিহতের সংখ্যা ১৫৭। বেসামরিক মানুষরা প্রাণ হারিয়েছেন মূলত দেশটির নিরাপত্তা বাহিনীর হামলায়। আর এর মধ্যে অন্তত ৭০ শতাংশ মানুষকে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হয়েছে।

এ দিকে ‘রয়টার্স’ জানিয়েছে, বিক্ষোভ দমনে সশস্ত্র হামলা চালিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।বিভিন্ন সময়ে তারা বিক্ষোভকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে। আর এ কারণের নিহতের সংখ্যা এত বেড়ে গেছে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে বেকারত্ব, নিম্নমানের জনসেবা ও দুর্নীতির প্রতিবাদে সরকারবিরোধী আন্দোলনে নামে ইরাকের সাধারণ জনগণ।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড