• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ, বাংলাদেশিদের যা করতে হবে

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ২০:০৪
জাপান
(ছবি : প্রতীকী)

বাংলাদেশসহ ৯টি দেশ থেকে আগামী পাঁচ বছরে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ পাবেন তিন লাখ ৪০ হাজার কর্মী। তবে বিনা খরচে জাপান গিয়ে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে চাকরি পেতে দক্ষ হতে হবে। মঙ্গলবার (২২ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশি কর্মীদের জাপান যেতে কী যোগ্যতা থাকতে হবে সেটাও উল্লেখ রয়েছে।

উপসচিব কাজী আবেদ হোসেন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মী হিসেবে জাপান যেতে চাইলে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি। নারী প্রার্থীরা পাঁচ ফুট উচ্চতা থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীদের শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম হতে হবে। আর থাকতে হবে জাপানি ভাষায় কথা বলার দক্ষতা।

শুধুমাত্র ২০ থেকে ২৮ বছর বয়সীরাই জাপান যাওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

পাশাপাশি কর্মী হিসেবে জাপান যাওয়ার জন্য কারও সঙ্গে টাকা-পয়সার লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। জাপান পাঠানোর কথা বলে কেউ টাকা দাবি করলে ০১৭১৬২৬৯৪২৬ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড