• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সপ্তম দিনের মতো অচল লেবানন

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১৭:০৮
লেবানন
বিক্ষোভে অচল লেবানন, ছবি : রয়টার্স

জনগণের বিক্ষোভে টানা সপ্তম দিনের মতো অচলাবস্থা বিরাজ করছে লেবাননে। বিক্ষোভকারীরা দেশটির প্রধান সড়কগুলো বন্ধ করে আন্দোলন করছে। পুলিশ এবং সেনাবাহিনী চেষ্টা করেও তাদের সরাতে পারছে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অর্থনৈতিক বিপর্যয় এবং দুর্নীতির প্রতিবাদে বুধবারও লেবাননের প্রধান সড়কগুলো বন্ধ করে বিক্ষোভ করছে দেশটির জনগণ। সেনাবাহিনী তাদের সরাতে চেষ্টা করলেও বার বার ব্যর্থ হচ্ছে।

এর আগে আন্দোলন শুরুর পর অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে একটি প্রস্তাব দেয় দেশটির সরকার। কিন্তু জনগণ তা প্রত্যাখ্যান করেছে। এ কারণেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা।

বিক্ষোভের সপ্তম দিনে লেবাননের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। দেশটিতে টানা পঞ্চম দিনের মতো বন্ধ আছে ব্যাংকিং কার্যক্রম। স্কুল-কলেজও বন্ধ রয়েছে সেখানে। লেবাননের কিছু কিছু হাইওয়েতে একেবারেই যাওয়ার সুযোগ নেই।

সোমবার লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি দ্রুততার সঙ্গে সবকিছু সংস্কারের প্রস্তাব দেন। এর মাধ্যমে সরকারের পতন চাওয়া আন্দোলনকারীদের দমাতে চেয়েছিলেন তিনি। কিন্তু আন্দোলনকারীরা তার এই প্রস্তাবে সাড়া দেয়নি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড