• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ায় তুর্কি অভিযানকে আগ্রাসনের তকমা দিল চীন

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১২:৪৩
সিরিয়ায় তুর্কি অভিযান
সিরিয়ায় অভিযান চালাচ্ছে তুর্কি সেনাবাহিনী। (ছবিসূত্র : এএফপি)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুর্কি সেনাদের ব্যাপক অভিযানের পর অঞ্চলটিতে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যা নিয়ে তুরস্কের এই কর্মসূচিকে আগ্রাসনের তকমা দিয়ে বিষয়টির তীব্র বিরোধিতা করেছে এশিয়ার পরাশক্তি চীন।

মঙ্গলবার (২২ অক্টোবর) ফ্রান্স সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বার্তা সংস্থা ‘এএফপিকে’ দেওয়া সাক্ষাতকারে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক অভিযান প্রসঙ্গে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেন।

প্যারিসে অবস্থানরত চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাব অনুযায়ী চীন বর্তমান সিরিয়া সংকট নিরসনের আহ্বান জানাচ্ছে। প্রস্তাবটিতে সিরীয় জনগণের মাধ্যমে সেখানকার সব সমস্যার সমাধানের আহ্বানও জানানো হয়েছে।’

ওয়াং ই আরও বলেছেন, ‘বেইজিং সব সময়ই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন কিংবা যে অঞ্চলে অভিযান চালানো হচ্ছে; সেখানকার অনুমতি ব্যতীত বিশ্বের যে কোনো স্থানে সকল সামরিক অভিযানের বিরোধী। আমি আশা করছি, তুরস্কসহ বিশ্বের সকল দেশ সম্মিলিতভাবে চলমান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে।’

এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে ‘অপারেশন পিস স্প্রিং’ নামে চলমান তুর্কি সেনাদের অভিযান বন্ধে টানা পাঁচদিনের অস্ত্রবিরতির মার্কিন প্রস্তাবে সম্মত হয় তুরস্ক। যদিও এরই মধ্যে সেই সময়ও শেষ হয়ে গেছে। তবে নির্ধারিত সেই সময়ের মধ্যে মার্কিন সমর্থিত কুর্দিবাহিনীর সঙ্গে তুর্কি সেনাদের বেশ কয়েকবার বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে।

যদিও গত ৯ অক্টোবর অঞ্চলটিতে অবস্থানরত প্রায় হাজার খানেক মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এর পরপরই সিরিয়ায় কুর্দি নিধনের নামে অভিযান শুরু করে তুরস্ক। যদিও তখন সেসব সেনাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন ট্রাম্প। তবে পরবর্তী সময়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো নতুন সিদ্ধান্তে সেনাদের এখন আর যুক্তরাষ্ট্রে নয়; বরং তাদের ইরাক মিশনে পাঠানো হবে বলে জানানো হয়।

আরও পড়ুন :- গম চোর আজ ভূমি দখলে নেমেছেন : এরদোগানকে আসাদ

জাতিসংঘের তথ্য মতে, সিরিয়ায় তুরস্কের সেনা অভিযান চালানোর পর সেখানে কয়েক ডজন বেসামরিক নিহত হয়েছে। তাছাড়া সেখানে অবস্থানরত কমপক্ষে ১ লাখ ৬০ হাজার লোক এরই মধ্যে অঞ্চলটি ছেড়ে পালিয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড