• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুদৃষ্টি দিলেই পাকিস্তানকে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি ভারতের

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১২:০৭
রাজনাথ সিং
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। (ছবিসূত্র : দ্য ডেইলি মেইল)

ভারতের দিকে নজর দিলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলে এরই মধ্যে চির বৈরী প্রতিবেশী পাকিস্তানকে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ‘আমার দেশের দিকে কেউ যদি কুদৃষ্টিতে তাকায়; তাহলে তাদের অবশ্যই উপযুক্ত জবাব দেওয়া হবে।’ মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক নৌ-কমান্ডার সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে রাজনাথ সিং বলেছেন, ‘ভারত প্রতিবেশীদের ওপর আক্রমণাত্মক নয়। আমদের সেনারা কখনই আগে কোনো দেশকে আক্রমণ করিনি। তবে যে আমাদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে; তার উপযুক্ত জবাব দিতে আমরা সর্বদাই প্রস্তুত।’

ক্ষমতাসীন বিজেপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘আমি পুরোপুরি নিশ্চিত যে আমাদের সামুদ্রিক শক্তি এবং সীমান্ত নৌ সেনাদের দ্বারা নিরাপদে রয়েছে। আগের যেকোনো সময়ের চেয়ে আজ আমাদের সুরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী অবস্থানে রয়েছে যে, এখন আমরা মুম্বাই হামলার মতো কোনো ঘটনা ঘটতে দেব না। সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নৌবাহিনী দেশীয় সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে নিজেদের সীমান্ত এলাকার রক্ষা করা।’

সম্মেলনে নৌ-কমান্ডারদের উদ্দেশে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রয়োজনে সরকার দেশের প্রতিরক্ষা খাতের বাজেট আরও বাড়াতে প্রস্তুত। আমাদের তিন বাহিনী আমদানিকৃত সরঞ্জামগুলোর উপর নির্ভরতা হ্রাস করার চেষ্টা করছে।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে অসাধারণ ভূমিকা পালনের জন্য ভারতীয় নৌ সেনাদের ভূয়সী প্রশংসা করে রাজনাথ বলেন, ‘তাদের (পাকিস্তান) বোঝা উচিত যে, আজ আমাদের সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। আমাদের নৌবাহিনীর বহরে শক্তিশালী সাবমেরিন আইএনএস খান্ডেরিকে অন্তর্ভুক্ত করার ফলে পাক বাহিনীকে ১৯৭১-এর মতো আরও বড় ধাক্কা দিতে সক্ষম।’

আরও পড়ুন :- কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৩

বিজেপি সরকারের এই মন্ত্রীর ভাষায়, ‘বিশ্বের যে কয়েকটি দেশ সাবমেরিন তৈরি করতে পারে সেই তালিকায় এখন ভারতের নামও রয়েছে। যা ভীষণই গর্বের একটা বিষয়। যারা এই অঞ্চলে শান্তি ভঙ্গের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের নৌ সেনারা কঠোর হাতে পদক্ষেপ নেবে।

সূত্র : ‘পার্সটুডে’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড