• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কানাডায় নির্বাচন : ফের ক্ষমতায় আসছেন ট্রুডো!

  আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর ২০১৯, ১১:৩৬
জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। (ছবিসূত্র : এন ওয়ান)

উত্তর আমেরিকার দেশ কানাডায় টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন উদারপন্থি রাজনৈতিক জাস্টিন ট্রুডো! আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। কেননা এরই মধ্যে প্রথম দফায় ভোট শেষে ফলাফল গণনায় অনেকটাই এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী ট্রুডো নেতৃত্বাধীন লিবারেল পার্টি।

এ দিকে দেশটির ব্রডকাস্টিং কর্প জানিয়েছে, কানাডার ৩২টি নির্বাচনি জেলার অন্তত ২৫টিতেই বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২২ অক্টোবর) সকালের মধ্যেই ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হবে। যদিও এক চেটিয়া জয়লাভের আশায় এরই মধ্যে ট্রুডোর সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল শুরু করেছেন।

অপর দিকে বিশ্লেষকদের মতে, উত্তর আমেরিকার এই দেশটির ৪৩তম জাতীয় সাধারণ নির্বাচনে জাস্টিন ট্রুডোর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন পার্লামেন্টের বিরোধী কনজারভেটিভ পার্টি অব কানাডার নেতা অ্যান্ড্রু শির। দেশটিতে এককভাবে সরকার গঠনের জন্য দলগুলোর ১৭২টি আসন প্রয়োজন।

আরও পড়ুন :- জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক হচ্ছে আজ

টানা পাঁচ সপ্তাহের নির্বাচনি প্রচার-প্রচারণা শেষে সোমবার (২১ অক্টোবর) দিনভর দেশটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে মোট ছয়টি রাজনৈতিক দল লিবারেল, কনজারভেটিভ, ব্লক কুবেকুয়া, নিউ ডেমোক্রেটিক, গ্রিন এবং পিপলস পার্টি অব কানাডা প্রতিদ্বন্দ্বিতা করে।

সূত্র : ‘রয়টার্স’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড