• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তেল ট্যাংকারে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০১৯, ১৯:১২
ইরান-সৌদি আরব
ফাইল ছবি (ছবিসূত্র : আনাদুলো এজেন্সি)

ইরানি তেল ট্যাংকারে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের শুরুতে সৌদি আরবের জেদ্দা বন্দরের কাছে ইরানের একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়। আর এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আব্বাস মুসাভি।

তেহরান বলছে, চলতি মাসের ১১ তারিখ জেদ্দা থেকে ৬০ মাইল দূরে ইরানি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এই হামলা ‘নির্দিষ্ট একটি দেশ’ চালিয়েছে বলে অভিযোগ করেন মুসাভি। যদিও সেই দেশের নাম উল্লেখ করেননি তিনি। এমনকি কবে এই হামলার জবাব দেওয়া হবে সে সম্পর্কেও কিছু বলেননি।

তবে মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান এই হামলার জবাব দেবে। ইরানি তেল ট্যাংকারে হামলার ঘটনায় ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি অভিযোগও দিয়েছে তেহরান।

প্রসঙ্গত, সৌদি তেল স্থাপনায় হামলার পর থেকেই সৌদি এবং ইরানের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ওই হামলার জন্য রিয়াদ ইরানকে দায়ী করলেও তেহরান প্রতিবারই এটি অস্বীকার করে এসেছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড